আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে হোমিওপ্যাথির জনকের ২৬৯ জন্মবার্ষিকী পালন

কিশোরগঞ্জ প্রতিনিধি : হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হোমিও চিকিৎসকদের সংগঠন কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর উদ্যোগে ২৫ মে শনিবার সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ সভাপতি ডা. মোহাম্মদ ইমরান হাসান রকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। এতে বিশেষ অতিথি ছিলেন
হোমিওপ্যাথিক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: আসাদউল্লাহ ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ডা. মাসুমা আক্তার।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. সালাহ্‌ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিপলেড ল্যাবরেটরিজের এক্সিকিউটিভ অফিসার ডা. রুহুল আমিন, প্রগতি হোমিও ল্যাবরেটরীজ এর প্রমোশন অফিসার ডা: আব্দুস সবুর খান, নিউলাইফ এন্ড কোম্পানীর প্রমোশন মার্কেটিং ম্যানেজার এস.এম. রেজওয়ান, প্রবীণ হোমিও চিকিৎসক ডা. শফি উদ্দীন ভূঁইয়া, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারেখ।

এতে অন্যদের মধ্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা: কামরুল ইসলাম, ডা. রুবী ইসলাম, ডা. সেলিম জাবেদ, সহ-সভাপতি ডা. মোকাররম হোসেন পামেল প্রমুখসহ জেলার বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. মাছুমা আক্তারকে পুনরায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। এবং জেলায় প্রয়াত হোমিও চিকিৎসকদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category