নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দ্বীন মোহাম্মদ, ক্যাব সভাপতি আলম সরোয়ার টিটু, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
এতে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান, চেম্বার অব কমার্সের পরিচালক আনোয়ার হোসেন বাচ্চু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, প্রভাষক সামিউল হক মোল্লা প্রমূখ।
Leave a Reply