নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে পল্লী চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষে ও সেবার মান উন্নয়নে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ মে রোববার দুপুর ২ ঘটিকায় রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন (আরএমএ)’র আয়োজনে ও অপসোনিন ফার্মার সহযোগিতায়, জেলা পাবলিক লাইব্রেরী হলরুমে জেলা আর.এম.এ’র সভাপতি ফিজিওথেরাপিস্ট ও ফার্মাসিস্ট সেলিম জাবেদ এর সভাপতিত্বে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও আর.এম.এ’র উপদেষ্টা সাংবাদিক শফিক কবীর।
আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন- চিকিৎসা সেবা হচ্ছে একটি বড় ইবাদত। তেমনি, পল্লী চিকিৎসকগনের উপর দেশ ও জাতি অনেক কিছুই আশা করে, আশা করে অল্প টাকায় স্বল্প সময়ে সঠিক রোগ নির্ণয় করে পরিমাণমতো সঠিক ঔষধ এর ব্যবহার। একজন চিকিৎসকের সঠিক চিকিৎসা যেমন একটি ইবাদত তেমনি আবার একজন চিকিৎসক রোগীদের কাছ থেকে স্বরল বিশ্বাসী হয়ে অধিক মুনাফা ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়াও সবচেয়ে বড় পাপের কাজ।
জেলা আর.এম.এ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সালামত উল্লাহর সঞ্চালনায় সেমিনারে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ঔষধের কার্যকরি দিক ও ব্যাবহারবিধির উপর বিস্তারিত আলোচনা করেন অপসোনিন ফার্মার ময়মনসিংহ ও কিশোরগঞ্জের রিজিওনাল ম্যানেজার ফারুক আহমেদ।
সেমিনার শেষে উপস্থিত পল্লী চিকিৎসকদের মাঝে রেফেল-ড্র অনুষ্ঠিত হয়, পরে আমন্ত্রিত অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply