মনির হোসেন: “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, সেবাই অর্থনীতির মূল চালিকা শক্তি” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে কিশোরগঞ্জে। রবিবার (১২ মে) সকালে দিবসটি উপলক্ষ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের নার্সিং কর্মকর্তাগণের যৌথ আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন ইউনিট প্রদক্ষিণ করে নার্সিং প্রশাসনিক অডিটরিয়ামে কেক কাটায় মিলিত হয়। পরে হাসপাতাল আউটডোরে ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পে শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আঁখি রানী বনিক, নার্সিং সুপারভাইজার রোজিনা আক্তার, প্যাথলজি বিভাগের ইনচার্জ রিকতুন্নেছা, নার্সিং কর্মকর্তা জাকির হোসেন, দিপংকর চন্দ্র ঘোষ, মো. রাসেল মিয়া, আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. আলাল মিয়া, সাদিয়া আফরিন, সুমি আক্তার, খাদিজা আক্তার তোফাজ্জল হোসেন, মোবারক হোসেনসহ আরো অনেকে।
Leave a Reply