নিজস্ব প্রতিনিধি : তফসিল ঘোষণার পরই প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছেন সকল প্রার্থীরা। আগামী ৮ মে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন, নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সকল ধরনের প্রচার প্রচারণার শেষ দিনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর সু-যোগ্য সন্তান সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ সাফাত।
৬ মে সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ড এলাকা হতে ৪ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন শুরু করে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একি স্থানে গিয়ে শেষ হয়।
সেখানে এক পথ সভায় বক্তব্য প্রার্থী সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ সাফাত বলেন, আমি দীর্ঘ দিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। প্রতিটি এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস আমার জনপ্রিয়তা ও সেবামূলক কাজের জন্য মানুষ আমাকে তালা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবে ইনশাআল্লাহ।
Leave a Reply