নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলে এবার পাওয়া গেছে ২৭ বস্তা টাকা ছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ডায়মন্ড ও স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার।
গত ৯ ডিসেম্বর ৩ মাস ২০ দিনে পাওয়া গিয়েছিল ২৩ বস্তায় ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা।
এবার সর্বোচ্চ রেকর্ড ৪ মাস ১০ দিনে ৯টি লোহার দানবাক্স খোলে এবার পাওয়া গেছে ২৭ বস্তা টাকা চলছে গননার কাজ।
বস্তার টাকাগুলো মসজিদের মেঝেতে ঢেলে মাদ্রাসার ১০২ জন ছাত্র, ৩৬ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ, ১০ জন আনসার সদস্য টাকাগুলো গণনায় কাজ করছেন। দিনভর গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
এসময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মোমতাজ ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মসজিদ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, তারেক কামাল, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আসাদুল্লা, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু গণনা কাজে তদারকি করছেন।
Leave a Reply