আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিএমটিএ’র উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আড়াইশ অসহায় লোকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার বিকেল (৭ এপ্রিল) শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র ও নগর স্বাস্থ্য প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলা বিএমএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত প্রমুখ।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কিশোরগঞ্জ জেলার শাখার আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন আহমদ নিঝুমের নেতৃত্বে এ সময় জেলার টেকনোলজিস্ট নেতাদের মধ্যে মো. নূর নবী, মো. আজমল হোসেন, রিপন চন্দ্র সূত্রধর, মো. বোরহান উদ্দিন, মাজহারুল হক, আব্দুল্লাহ সানী, আব্দুল হালিম তারেক, মো. রমজান মিয়া, মো. রাজিব আহমেদ, মো. সুমন মিয়া, সাইফুল ইসলাম রিপন, অর্জুন সূত্রধর, মোস্তাফিজুর রহমান আবির, আবির হাসান, মো. কামরুজ্জামান, রুবেল আহমেদ রানা, রাকিবুল ইসলাম রাজন, সুমাইয়া আক্তার, সুইটি আক্তার, মুক্তা আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category