স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪ পালন করা হয়েছে। সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নিউরো ডেপলাপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ রুবেল মাহমুদ ,সিভিল সার্জন ডা: মো. সাইফুল ইসলাম,গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ বিপুল রেজা। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জেড এ শাহাদাৎ হোসেন , ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসীন খান,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন ভৌমিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভীন, প্রতিবন্ধী সাহায্যে কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সদর উপজেলার সমাজসেবা অফিসার আল আমিন,সমাজসেবা অফিসার সিদ্দিকুর রহমান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মস্তোফা কামাল, প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সভাপতি এড মায়া ভৌমিক, মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, দুস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি এড আল আমিন প্রমুখ ।
এ সময় জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, অটিজম স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply