নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) জেলা শহরের গাংচিল রেস্তোরায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহেরের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, মা-নূরি টেক্সটাইল মিলের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাপ্পী উপস্থিত ছিলেন।
এসময় অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, সাংবাদিকরা সবসময় সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করে থাকেন। লেখালেখির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের যেন কোন ক্ষতি না হয় সেই বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে। সমাজের অসংগতির পাশাপাশি পজেটিভ যে সংবাদ রয়েছে সেই বিষয়টি গুরুত্বের সাথে সামনে তুলে ধরলে অন্যরাও উৎসাহিত হবে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি আমরাও অনুপ্রাণিত হয়। তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি নিজেও যদি কোন অন্যায় করি অবশ্যই আমার ভুলটি ধরিয়ে দিতে হবে। তবে অন্যায়ভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে বিভ্রান্ত ছড়নোর মাধ্যমে যেন কারও ক্ষতি না হয়। দেশের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। অসহায় মানুষের শেষ অশ্রয়স্থল সংবাদ মাধ্যম। সেই আশ্রয়স্থলটি যেন মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যানে স্বাধীনতার পক্ষে কাজ করে এই বিষয়টি বিবেচনায় রেখে কাজ করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা হলেন নাগরিক টেলিভিশনের প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, মোহনা টেলিভিশনের প্রতিনিধি উজ্জল কুমার সরকার, বাংলা টিভির প্রতিনিধি সৈয়দ মুরসালিন দারা শিকু।
এছাড়াও অনুষ্ঠানে দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সুবীর বসাক, বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি এ কে নাসিম খান, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় প্রধান সাইফুল হক মোল্লা দুলু, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন, সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম, এটি এন বাংলার প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, এটিএন নিউজের প্রতিনিধি শফিক আদনান, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মাজহার মান্না, দীপ্ত টিভির প্রতিনিধি শামসুল আলম সেলিম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি বিজয় রায় খোকা, দেশ টিভির প্রতিনিধি টিটু দাস, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি রুমন চক্রবর্তী, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভূঞা রিপন, আর টিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, চ্যানেল ২৪ এর প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি ফারুকুজ্জামান, বাংলাদেশ কণ্ঠের প্রতিনিধি শফিক কবির, সিএন এন বাংলা টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, দৈনিক দিনকালের প্রতিনিধি সালেহ বাবুল, দৈনিক বর্তমান দিনের প্রতিনিধি তালাত আজিজ, স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আলী রেজা সুমন, ডেইলি মর্নিং এক্সপ্রেসেরে প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার, আজকের পত্রিকার প্রতিনিধি সাজন আহমেদ পাপন, গ্লোবাল টিভির প্রতিনিধি ফয়জুল হক পিংকু, আমাদের সময় পত্রিকার (হোসেনপুর উপজেলা) প্রতিনিধি খাইরুল ইসলাম, এখন টিভির প্রতিনিধি মশিউর রহমান কায়েস, চ্যানেল আইয়ের প্রতিনিধি এসকে রাসেল, বিজয় টিভি ও দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন, আমার বাংলাদেশ পত্রিকার নিউজ রুম এডিটর মনিরুল ইসলাম, ঢাকা পোস্টের প্রতিনিধি এনামুল হক হৃদয়, খোলা কাগজের প্রতিনিধি মোঃ নাসিম, সময় টিভির ভিডিও জার্নালিস্ট শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বাগে জান্নাত মসজিদের খতিব হাফেজ মোঃ আবদুল কাদির।
Leave a Reply