নিজস্ব প্রতিনিধি: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৫ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর
সভাপতিত্বে নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল এর সঞ্চালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড জিল্লুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাসিম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক প্রবীণ সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক রেজাউল হাবিব রেজা, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বরেন্দ্র দেবনাথ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, করিমগঞ্জ উপজেলার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূইয়া, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক ভিপি ফরিদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির সভাপতি আলমগীর কবির, বিডি চ্যানেলফোর এর সম্পাদক আহমেদ ফরিদ, ঈশাখা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, ছড়াকার হারুন আল রশিদ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিদের নিয়ে ১৫ বছরে পদার্পণের কেক কাটেন সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন।
এ সময় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply