মোঃ আসাদুল ইসলাম মিন্টু ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী শামীমা আক্তার কে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ড কেরানী বাড়ীর মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও স্মার্ট ত্রিশাল পৌরসভা গড়তে শামীমা আক্তার কে “জগ” প্রতীকে ভোট প্রদান করার উদাত্ত আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল।
আওয়ামী লীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের বার বার বার নির্বাচিত কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন,৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, যুবলীগ নেতা আওলাদুল ফরহাদ প্রমুখ।
এছাড়াও পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের ভোটারগণ উপস্থিত ছিলেন এবং সভায় সকলেই শামীমা আক্তার কে জগ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার জন্য অঙ্গীকার করেন।
Leave a Reply