নিজস্ব প্রতিনিধি : শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেধাবৃত্তি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ।
শনিবার ২ মার্চ সকাল ১০ টায় শহরতলীর উবাই পার্কে এ উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ (কেকেএবি) চেয়ারম্যান মো. তসলিমুর রহমান খান রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ আদর্শ স্কুলের সাবেক প্রধান শিক্ষক খালেদা আক্তার কল্পনা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, সদর আ.লীগের সাবেক সভাপতি এড আতাউর রহমান, ইস্পাহানী টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এসএম ইনছানুল হক।
সংগঠনের মহাসচিব মো. আনোয়ার হোসেন মেনন এর সঞ্চালনায় আলোচনা সভা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিগণ।
পরে একটি মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply