হুমায়ুন রশিদ জুয়েল:কিশোরগঞ্জ তাড়াইলে কল্লা চকের বাড়ির হাইজুল ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী শিশু কন্যা তামাচ্ছা (১৪)কে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধ পাষণ্ড আতাহার দ্বারা ধর্ষণে শিকার হয়।
তাড়াইল থানা পুলিশ সূত্রে জানা যায়,
তামাচ্ছা আক্তার (১৪) সঙ্গীয় হুমাইরা (০৬) ও তাকিয়া (০৬) দের নিয়ে গত ২০/০২/২০২৪ইং তারিখে রোজ মঙ্গলবার সকাল বেলা ১১.০০ ঘটিকার সময় তেতুল কুড়াইতে পার্শ্ববর্তী আতাহারের বাড়ীর পিছনে তেতুল গাছের নিচে যায়।
ওই সময় লম্পট আতাহার তামাচ্ছাকে অনেক তেঁতুল দেবে বলে প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায় এবং
ঘরের ভিতর নিয়ে, ঘরের দরজা লাগিয়ে দেয়। তখন সাথে থাকা হুমাইরা (০৬) ও তাকিয়া (০৬) দৌড়াইয়া বাড়িতে চলিয়া আসেন। পরে আতাহার তামাচ্ছা আক্তার কে খাটের উপর শুয়াইয়া গামছা দিয়া হাত বেধে মুখে চাপ দিয়ে ধরে তার পড়নের সেলোয়ার খুলে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।
এবিষয়ে , ধর্ষিতার মা মদিনা আক্তার বাদী হয়ে ২৪/০২/২৪ ইং তারিখে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করে।
বাদীর উক্তরোপ অভিযোগের প্রেক্ষিতে তাড়াইল থানার মামলা
আসামী আতাহার তাড়াইল, জেলা-কিশোরগঞ্জকে তাড়াইল থানাধীন দিগদাইড় এলাকা হইতে তাড়াইল থানা ওসি মনসুর আলী আরিফ এর নির্দেশনায়,এস,আই,তোফায়েল হোসেন এর নেতৃত্বে একটি ফোর্স নিয়ে ধর্ষক আতাহারকে গ্রেফতার করা হয়।
ওসি মনসুর আলী আরিফ আরও জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে গ্রেফতারকৃত আসামীকে কে কোর্টে প্রেরণ করা হয়েছে হয়েছে।
Leave a Reply