নিজস্ব প্রতিনিধি :গার্ডেনিয়া কিন্ডারগার্টেন স্কুলের অভিভাবক সমাবেশ বার্ষিক, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গার্ডেনিয়া কিন্ডারগার্টেন এর ফাউন্ডার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কোহিনূর আফজালের সঞ্চালনায় গার্ডেনিয়া কিন্ডারগার্টেন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী করিম উল্লাহ নাদিম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, অভিভাবক আনিসুল হক, আসলামুল ইসলাম আসলাম বিপুল মেহেদী, শান্ত ইসলাম, রিফাত ইসলাম সহ অনেকেই। বক্তৃতারা উক্ত কিন্ডারগার্টেনের সুন্দর, সুশৃংখল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব সহ সকল অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply