নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের মিঠামইনে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মিঠামইন থানা পুলিশ।
১৯ ফেব্রুয়ারী সোমবার বেলা ২ টার দিকে মিঠামইন থানার এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় অফিসার নিয়ে উপজেলার ৪ নং ঘাগড়া ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে ৮ (আট) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মিঞা (৩৭) ও মোঃ জিয়াউর রহমান (২৫)কে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মিঞা মুন্সিগঞ্জ টংগীবাড়ী থানার পশ্চিম আলদী গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে এবং মোঃ জিয়াউর রহমান নেত্রকোণা কেন্দুয়া থানার দিঘলখোসা গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবন ও দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মিঠামইন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply