মোঃ আসাদুল ইসলাম মিন্টু ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা স্ব স্ব পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীরা হলেন, ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামানের সহধর্মিণী শামিমা আক্তার, বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন সরকার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ নুরুল হুদা শিবলু ও তরিকুল ইসলাম তারেক।
উল্লেখ্য যে, গত ২৮ নভেম্বর ২০২৩ সালে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন তিনবারের নির্বাচিত মেয়র আলহাজ এবিএম আনিছুজ্জামান (আনিছ)। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ফলে মেয়র পদশূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি এবং ২৩ ফেব্রুয়ারি হবে প্রতীক বরাদ্দ।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ত্রিশাল পৌরসভার ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার ৮২২জন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪টি ভোটকেন্দ্রে আগামী ৯ মার্চ হবে ভোটগ্রহণ।
Leave a Reply