সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসব র্যালি, আলোচনা, সম্মাননা প্রদান, জেলা ইউনিটের নতুন কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতার পক্ষের প্রতিষ্ঠান জাতীয় সাংবাদিক সংস্থা ‘র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চ্যানেল আই’এর জয়েন্ট নিউজ এডিটর হাফসা হোসাইন।
জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসাইন, আওয়ামী লীগ নেতা সাকাউদ্দিন আহমেদ রাজন, জেলা
Leave a Reply