আসাদুল ইসলাম মিন্টু :ময়মনসিংহের ত্রিশালে নবদূত ক্রীড়া চক্র আয়োজিত পৌর গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ৫নং ওয়ার্ড।
শুক্রবার (৯ই ফেব্রুয়ারী) বিকালে ঐতিহ্যবাহী সরকারি নজরুল একাডেমির মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫২,ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান।
ফাইনাল খেলায় ৪নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ আমীন,ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল,বৈলর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মশিহুর রহমান শাহানশাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল,পৌরসভা প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন প্রমুখ।
খেলায় ৮নং ওয়ার্ড-কে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৫নং ওয়ার্ড।খেলায় নজরুল একাডেমির বিশাল মাঠ ফুটবল প্রেমী দর্শক ছিলো উপচে পড়া।
Leave a Reply