নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২০ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা শহরের আলোরমেলা এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলার উদ্বোধন উপলক্ষে মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর – হোসেনপুর ) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি একেএম মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), অবসর প্রাপ্ত সুবিধা শিক্ষা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
সাবেক ছাত্র লীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু,জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. আতাউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আয়োজকগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আয়োজকেরা জানিয়েছেন, মেলায় বিভিন্ন শিল্পপণ্যের মোট ১০৫ টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
Leave a Reply