আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর পলাশে দোকান থেকে চুরি হওয়া ৫৬টি স্মার্ট ফোনসহ ৩ যুবক গ্রেপ্তার

মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর পলাশে চুরিকৃত ৫৬টি স্মার্ট মোবাইল ফোন সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে শুক্রবার রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও দেবিদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর ভোরে উপজেলা সদরের ওয়াপদা নতুন বাজার এলাকার মীম টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬ টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক পলাশ থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশের একটি দল চোর শনাক্তে মাঠে নামেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে পলাশ থানা পুলিশ কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।


পরে তাদের দেওয়া তথ্যমতে গ্রেপ্তাকৃতদের কাছ থেকে চুরি হওয়া ১৩৬টি স্মার্ট মোবাইল ফোনের মধ্যে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম-পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। গ্রেপ্তারকৃদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category