নিজস্ব প্রতিনিধি ঃকিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র নিয়মিত অভিযানে ২১ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ আটক করা হয়েছে ২ মাদক কারবারিকে।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জানুয়ারি শনিবার বেলা ২টায় কিশোরঞ্জ সদর উপজেলার রশিদাবাদ বেইলিব্রীজ সংলগ্ন চৌরাস্তার উত্তর পাশে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা কালে একটি মাইক্রোবাস হতে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।
মাদক কারবারি দুজন হলো ময়মনসিংহ গেীরিপুর উপজেলার উজান কাসিয়ারচর গ্রামের মৃত আঃ জলিলের ছেলে মোঃ জুয়েল (৩৬) ও হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মোঃ আঃ মালেক (৩২)।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানাযায়, তারা বিভিন্ন কৌশলে সারাদেশেই মাদকদ্রব্য সরবরাহ করে থাকে।
উদ্ধারকৃত গাঁজা ও মাইক্রোবাসটি তালিকামূলে জব্দ করে আসামিদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply