আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মোঃ আল আমিন, নরসিংদী :নরসিংদীর ৫টি আসনে মোট ৬৪৪টি ভোট কেন্দ্রে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর ৪টা হতে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌছানো শুরু হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

৫টি আসনে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৯৯ টি কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৩ শত ১৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ১ শত ৪৫ জন, নারী ভোটার ৯ লাখ ১৪৭ জন ও তুতীয় লিঙ্গের ভোটার ১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category