নিজস্ব প্রতিনিধি: উৎসব ও আনন্দমুখর পরিবেশে বই বিতরণের মধ্যদিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়ায় আজ থেকে যাত্রা শুরু করলো শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি।
১ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১০ টায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মহিনন্দ ভদ্রপাড়ায় সদ্য প্রতিষ্ঠিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সারা দেশের ন্যায় বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সাবেক পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিনন্দ ইউনিয়নের (৬নং ওয়ার্ডের) সদস্য মোঃ হারুনুর রশিদ, সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রেহানা আক্তার ও বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: উম্মে মাহবুবা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় আমন্ত্রিত অতিথিগণ সংক্ষিপ্ত আলোচনা সভায় সদ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির সাফল্য কামনা ও সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। আলোচনা শেষে কোমলমতি নতুন শিশু-কিশোরদের মাঝে নতুন বই বিতরণ করেন।
নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে উৎসবে অংশ নেওয়া শিশুরা খুবই আনন্দিত। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সহ এলাকার সর্ব্বস্তরের অনেকেই।
Leave a Reply