আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঞ্চল্যকর অটোচালক বাবু হত্যা মামলার মূলহোতা রাজন আটক

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের চাঞ্চল্যকর অটোচালক হত্যা ও লাশ গুম করা মামলার মূলহোতা রাজন মিয়া(২৬) কে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৮ আগস্ট রাত অনুমান ১১ ঘটিকার সময় অটোরিক্সা চালক ভিকটিম মোঃ রকিবুল হাসান অরফে বাবু(২০)কে আসামী মোঃ রাজন মিয়া(২৬) অন্যান্য আসামীদের সহায়তায় কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে হইতে তুলে নিয়ে ১১.৩০ ঘটিকায় যশোদল বানিয়াকান্দা সাকিস্থ জনৈক মঞ্জিল মিয়ার বাড়ীর পিছনে নরসুন্দা নদীর পশ্চিমপাড়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে খুন করে উক্ত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমের লাশ ঘটনাস্থলের পাশেই কচুরীপানার ভিতর গুম করে রাখে। পুলিশ পরবর্তীতে গত ২১ আগস্ট সকাল অনুমান ৯.৩০ ঘটিকার সময় ভিকটিমের অর্ধগলিত লাশ উক্ত স্থান হইতে উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা রুনা বেগম(৪০) বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় ১টি এজাহার দায়ের করেন। এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামী মোঃ রাজন মিয়া(২৬) গ্রেফতার এড়াতে ঘটনার পর পরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র‌্যাবের গোয়েন্দা নজরদারী এবং তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীর অবস্থান জানার চেষ্টা অব্যাহত রাখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন এলাকায় আসামীর অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ২০ ডিসেম্বর সকাল ১১.১৫ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এবং র‌্যাব-১১, সিপিএসসি ক্যাম্পের যৌথ অভিযানে র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী মোঃ রাজন মিয়া(২৬)কে গ্রেফতার করে।
রাজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের মোঃ আঃ কাদির এর ছেলে। গ্রেফতারকৃত আসামী রাজন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category