আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ – ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাপা মহাসচিব

হুমায়ূনের রশিদ জুয়েল:কিশোরগঞ্জ – ০৩ আসনে আনন্দমুখর পরিবেশে, ৩০ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিটে, তাড়াইল উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারীরিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর কাছে মনোনয়নপত্র জমা দিলেন, জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু এম পি। এর আগে তাড়াইল সাচাইল দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,।এতে লক্ষ্য করা যায়, জাপার প্রেমিক হাজার হাজার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,জেলা পরিষদের সদস্য, একেএস জামান সম্রাট, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, প্রবীণ নেতা মাষ্টার মতিউর রহমান, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন, ভূঁইয়া আসাদ, তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান, সাঈম দাদ খান নওশাদ, যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, ছাত্র সমাজের সভাপতি আলমগীর হুসাইন শাহ আলম সিদ্দিকী সাধারণ সম্পাদক মোঃ রাজু শিকদার সহ, জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে, মুজিবুল হক চুন্নু বলেন , আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৩ আসনে আবার জাতীয় পার্টি বিপুল ভোটে জয়ী হবে। সেই প্রত্যাশায় প্রত্যাশিত জাপার মহাসচিব মুজিবুলক হক চুন্নু। তিনি আরো বলেন আমি মাঠের খেলোয়ার, মাঠে খেলা খেলতে আমি পছন্দ করি, নির্বাচনে আওয়ামী লীগ মাঠে আছে বিএনপি ও থাকলে আরো বেশি ভালো হতো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category