হুমায়ুন রশিদ জুয়েল ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কিশোরগঞ্জে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে, দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর পরিচালনায় ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের মাধ্যমে গণতন্ত্র অলিম্পিয়াড সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিন ভূঞা সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইয়ূথ লিডারস হাসান আল মহিন ও সিয়ামের সঞ্চালনায়, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার আল মামুন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গারপ্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, তাড়াইল উপজেলার নির্বাচন অফিসার, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ।আরও উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার রাসেল, এ এন এম নাজমুল হোসাইন,আক্তারোজামান গোলাপ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া , সহ, ইয়ুথ ও অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশনকারী কলেজ শিক্ষার্থী বৃন্দ। সার্বিক ব্যবস্থানায় ছিলেন রবীন্দ্র সরকার সিনিয়র ইউ সি ও মোঃ মোশায়েক সহ সকল ইউ সি বৃন্দ।
জানা যায়, প্রায় ৩৫০ শত ইয়ূথ অলিম্পিয়াড রেজিস্ট্রেশনকারী, বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন প্রক্রিয়া,নির্বাচন সংক্রান্ত, আইন ও বিধি বিধান, বিগত নির্বাচন সমূহের তথ্য ও ফলাফল, স্বদেশের তথ্য, ইতিহাস ঐতিহ্য, , দেশীয় আন্তর্জাতিক ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ , সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় নিয়ে একটি নৈরভিক্তিক / এম সি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ১০ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হয়, এবং বিজয়ীদের সহ সকল অংশগ্রহণকারীকে সনদ পত্র প্রদান করা হয়,। আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে আজকের এই গণতন্ত্র অলিম্পিয়াড এর মহান এ উদ্যোগেকে সাধুবাদ জানান, পাশাপাশি তারা বলেন, এতে করে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়, এই লক্ষ্য এবং চিন্তা ভাবনা আগামী দিনে দেশ জাতির উন্নয়নে ও সুনাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply