নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে কিশোর গ্যাং শাহীনের ছুরিকাঘাতে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী আতিক গুরুতর আহত হয়েছে। জানা গেছে
কিশোরগঞ্জ জেলা শহরের মানিক ফকিরের গলির টাইলস মিস্ত্রি শামছুর ছেলে কিশোর গ্যাং বখাটে শাহীন গাইটাল জনতা স্কুল সড়কের বাসিন্দা মতি মিয়ার বাসায় ভাড়ায় থেকে নানা অপকর্ম চালিয়ে আসছিলো। শুক্রবার সন্ধায় গাইটালের জনতা স্কুল সড়কের বাসিন্দা কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টাফ আকাশ মিয়ার ছেলে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আতিক রাজা বাড়ি মসজিদে নুরুল হেরা মাদরাসার শিক্ষার্থী মুমিনুলের সাথে মাগরিবের নামাজ আদায় করতে যাচ্ছিল। মাদরাসার সামনে পৌঁছা মাত্র পুর্ব থেকে কিশোর গ্যাংদের নিয়ে নেশা করছিলো বখাটে শাহীন। এসময় কিশোর গ্যাং শাহীন সিগারেট খেয়ে এর ধুঁয়া ছেড়ে দেয় মাদরাসা শিক্ষার্থী মুমিনুলের মুখে। এতে শিক্ষার্থী আতিক মিয়া প্রতিবাদ করলে কিশোর গ্যাং শাহীন তাকে চাকু দিয়ে গলায় ও গালে ফুছ মেরে গুরুতর রক্তাক্ত আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার গালে দুটি সেলাই করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক । স্থানীয় এলাকাবাসী জানিয়েছে বখাটে কিশোর গ্যাং শাহীন এর আগে তার মাকেসহ আরও কয়েকজনকে কয়েকবার দাড়ালো অস্ত্র দিয়ে ধাওয়া করে বলে জানান। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে দ্রুত কিশোর গ্যাং শাহীনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply