আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন- কান্নায় ভেঙে পড়ে মাছচাষী

হুমায়ুন রশিদ জুয়েল ঃকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে বাঁশটি গ্রামে, পূর্ব শত্রুতার জের ধরে, পরিকল্পিত ভাবে, পুকুরে বিষ প্রয়োগ করে , শিং মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনা সূত্রে জানা গেছে, আব্দুল আলীর নির্দেশনায় গত মঙ্গলবার গভীর রাতে একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী খন্দকার, মোঃ আজিজুল হক,তানসেন কবির ইমরান সহ,আরও অজ্ঞাত দুইজন।

আবুল কালাম আজাদ ‘ র পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার শিং মাছ ক্ষতি সাধন করেছেন বলে দাবি করেন আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ আরও জানায়, লিজে নেওয়া এই পুকুর আমার একমাত্র আয়ের উৎস, তা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। এলাকাবাসীরাও অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
এ বিষয়ে আবুল কালাম আজাদ বাদী হয়ে, অজ্ঞাতসহ তিনজনকে আসামি করে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ করে।
এ বিষয়ে তাড়াইল থানার ওসি মনসুর আলী আরিফের সঙ্গে৭ কথা হলে তিনি জানান, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে উপযুক্ত অবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category