আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এনামুলের কবিতা “বাল্য বিবাহ”


লেখক: ইমরান হাসান (এনামুল)

সেদিনের ছোট্ট খুঁকি
আজও কিন্তু বল বুকেতে রাখি,
আদর সোহাগে হচ্ছে বড়
কতই আর থাকবে ঘরে।

আঠারোই পৌঁছাল না খুঁকির
বারো-তেরোতেই বিয়ের আগমন; আসল ভালো ঘরে।
এমন সম্ভোধনী না ফিরিয়ে
কনেকে ঠেলে দাও তাদের ঘরে।

অভিভাবক হয়ে লোকের বচনে
এমন সিদ্ধান্তে পৌঁছাও কেমনে?
প্রাপ্ত বয়স না হতে বিয়ে
খুঁকির জীবনটাই যে যাবে অনাকাঙ্ক্ষিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category