লেখক: ইমরান হাসান (এনামুল)
সেদিনের ছোট্ট খুঁকি
আজও কিন্তু বল বুকেতে রাখি,
আদর সোহাগে হচ্ছে বড়
কতই আর থাকবে ঘরে।
আঠারোই পৌঁছাল না খুঁকির
বারো-তেরোতেই বিয়ের আগমন; আসল ভালো ঘরে।
এমন সম্ভোধনী না ফিরিয়ে
কনেকে ঠেলে দাও তাদের ঘরে।
অভিভাবক হয়ে লোকের বচনে
এমন সিদ্ধান্তে পৌঁছাও কেমনে?
প্রাপ্ত বয়স না হতে বিয়ে
খুঁকির জীবনটাই যে যাবে অনাকাঙ্ক্ষিতে।
Leave a Reply