আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি-জামাতের নৈরাজ্য-প্রতিবাদে কিশোরগঞ্জে শান্তি রক্ষার অবস্থান

শফিক কবীর ঃ সারাদেশে জামাত বিএনপির অবরোধ, অসহযোগ, অগ্নি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে উন্নয়ন রোধ এবং পুলিশ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে শান্তি রক্ষার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২ টায় জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ শান্তি রক্ষার অবস্থান কর্মসূচী পালিত হয়।
সাবেক রাষ্ট্রপতি এড. আব্দুল হামিদ এঁর পুত্র, রাসেল আহমেদ তুহিনের নেতৃত্বে উক্ত শান্তি রক্ষার অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন – জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুস ছাওার, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক জিএস লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম উজ্জ্বল, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি নাদিরা আক্তার, আওয়ামীলীগ নেতা আলী আসগর খোকন প্রমূখ। এছাড়া এসময়, জেলা, উপজেলা ও ইউনিয়ন হতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category