আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে মহিলা লীগের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপর ১২ টায় জেলা মহিলালীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন – জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলকিস বেগমের সঞ্চালন এতে বক্তব্য রাখেন, জেলা ও উপজেলার নারীনেত্রী সহ অন্যান্যরা।
এসম জেলা ও উপজেলা হতে আগত মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category