আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব এরশাদ উদ্দিন।

সোমবার (৬ নভেম্বর) দুপর ১২ টায় করিমগঞ্জ বাজারে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি করিমগঞ্জ প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশে মিলিত হয়।
এতে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব এরশাদ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
এসময় করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি স্বপন ভান্ডারী, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: কামাল, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পল্টু সরকার, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান রনি, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সাঈদ আল সাহাব, মো: শান্ত, মো: সাগর, মো: রহমতুল্লাহ, জহিরুল ইসলাম হৃদয়সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category