আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

শফিক কবীর  ঃপুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ’ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ , জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এ- অপস) মো. আল আমিন, (অতিরিক্ত পুলিশ সুপার ডিবি) মো. নূরে আলম, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ প্রমুখসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিরা ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category