আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় যুব দিবসে কিশোরগঞ্জে শ্রেষ্ঠ উদ্যেক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদান

নিজস্ব প্রতিনিধি ঃস্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন হয়েছে।
১ নভেম্বর বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে কিশোরগঞ্জ যুব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তাহসীনা নাজনীনের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসিন খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোর্সকোর্ডিনেটর মুহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো: কামাল উদ্দিন। অধিদপ্তরের সহকারী পরিচালক জেড এ সাহাদাৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আবদুল কাদির ভূইয়া,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,সদরের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, জেলা ক্রীড়া অফিসার মো: নূরে এলাহী ও যুব উন্নয়ন অদিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে জেলায় ২০২২-২০২৩ এ যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় স্বেচ্ছাসেবী যুব সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সফল যুব সংগঠক আমিনুল হক সাদী, সফল যুব নারী উদ্যোক্তা খাদিজা আক্তার, সফল আত্মকর্মী মো: রাজন মিয়াকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন যুব নারী ও যুব পুরুষ উদ্যেক্তাদের মধ্যে ক্রেষ্ট, প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়। এর আগে অতিথিবৃন্দ যুব ভবন প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন ও পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রশিক্ষণার্থীগণ, যুব সংগঠক, সফল আত্মকর্মী,জাতীয় যুব পদকপ্রাপ্ত আত্মকর্মী ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী যুব সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সফল যুব সংগঠক আমিনুল হক সাদী জানান, প্রতি বছরের ন্যায় এবাওে আমার প্রতিষ্ঠিত সংগঠনের উদ্যোগে জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে আমার প্রতিষ্ঠিত সংগঠনের ব্যানারে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ সংগঠনের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান জেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় আমাকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে স্বীকৃতি দেওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এ সময় সংগঠনের দায়িত্বশীলগণ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category