হুমায়ুন রশিদ জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ তাড়াইলে শরিফ ভবন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কার্যালয়ে পিস ফেসিলিটেটর গ্রুপ ( পিএফজি) আয়োজনে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম ( আই,এফ,ই,এস) এর সহযোগিতায় তারুণ্যের রাজনীতির ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার রাসেল, অ্যাম্বাসেডর মোঃ গোলাপ হোসেন ভুইঁয়া, পিএফজির কো-অর্ডিনেটর রবীন্দ্র সরকার মোঃ উজজল মিয়া ইয়ুথ অ্যাম্বাসেডর । আরও উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি বৃন্দ তালজাঙ্গা ইউনিয়নের হুমায়ুন রশিদ জুয়েল, রাউতি ইউনিয়নের শামীমা হায়দার সেতু,ধলা ইউনিয়নের মোঃ আলা উদ্দিন ভুইঁয়া, দিগদাইড় ইউনিয়নের মোঃ রাকিব সহ বিভিন্ন ইউনিয়নের ইয়ূথ ভোটার বৃন্দ।তারা বলেন প্রত্যেক সুনাগরিকের জন্য রাজনৈতিক চর্চার গুরুত্ব রয়েছে। আমাদের প্রত্যেকের এই রাজনৈতিক অনুশীলন করা প্রয়োজন। ছাত্র রাজনীতিকে, আমরা কখনো হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবোনা, দেশের সম্পদ ও সুনাগরিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে রাজনৈতিক নেতাদের ইতিবাচক নেতিবাচক দুটো দিক রয়েছে ।তবে যার মধ্যে সততার পাশাপাশি মানবতানোধ এবং আদর্শ রয়েছে তাকে আমরা নির্বাচিত করব তখনই দেশ জাতির উন্নতির আশা করা যায় । দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী খাইরুল বাশার রাসেল বলেন, আজকের তরুণরা আগামী দিনের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তারাই একদিন হবে দেশ জাতির কান্ডারী। সেই ক্ষেত্রে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলা আপনাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ছাত্র রাজনীতিকে কখনো হাতিয়ার হিসেবে কেউ ব্যবহৃত করবেন না। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply