আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহর সমবায় সমিতির সভাপতি আলমগীর, সহ-সভাপতি আনোয়ার ও সম্পাদক সুজন নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি ঃ শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে জেলা সমবায় সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।এতে সভাপতি পদে মোঃ আলমগীর কবির, সহ-সভাপতি পদে হাজী মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ তারেক উদ্দিন সুজন, সদস্য পদে ১ নং ওয়ার্ডে মোঃ শরিফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে মোঃ জিয়াউর রহমান, ৫ নং ওয়ার্ডে মোঃ শফিকুল ইসলাম ফকির ও ৯ নং ওয়ার্ডে শাহ মোঃ ফয়জুল্লাহ নির্বাচিত হন।
তাছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে জয়লাভ করেন ২ নং ওয়ার্ডের ইসফাকুল ইসলাম হিরণ, ৩ নং ওয়ার্ডের শেখ রাসেল, ৬ নং ওয়ার্ডের খন্দকার নাছির উদ্দীন আহমেদ, ৭ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম সুজন ও ৮ নং ওয়ার্ডের গোলাম মোস্তফা টুটুল।

শান্তিপূর্ণ এই নির্বাচনী কার্যক্রমের দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহিরুল আলম ভূঞা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের অডিটর অপুর্ব চন্দ্র দাস ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শরফুদ্দিন ভূঞা সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category