হুমায়ুন রশিদ জুয়েল :অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে
কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উৎযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে তাড়াইল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল মামুন এর সভাপতিত্বে
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব সহ সকল দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন ও স্কাউট দলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনের খোলা মাঠে সিলিন্ডার গ্যাসে আগুন লাগলে কিভাবে দুর্যোগ প্রতিরোধ করা যায় তা ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ উদ্ধার তৎপরতা প্রাকটিক্যাল প্রদর্শন করেন।
Leave a Reply