নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি মোঃ শামছুল আলম সিদ্দিকীর স্থলাভিষিক্ত হয়েছেন।
রোববার (৮ অক্টোবর) নবাগত ওসি মোঃ মিজানুর রহমানের নিকট চার্জ বুঝিয়ে দেন বিদায়ী ওসি মোঃ শামছুল আলম সিদ্দিকী।
এসময় করিমগঞ্জ থানার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী ওসি মোঃ শামছুল আলম সিদ্দিকী
২০২১ সালের ৩ অক্টোবর করিমগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে দীর্ঘ প্রায় ২ বছর তিনি আন্তরিকভাবে পুলিশি সেবা দিয়েছেন। তিনি করিমগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে মাদক, সন্ত্রাস, জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
নবাগত ওসি মোঃ মিজানুর রহমান এর আগে কিশোরগঞ্জ সদর, তাড়াইল থানায় ওসি (তদন্ত)ও ভৈরব পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
মোঃ মিজানুর রহমান পুলিশ বিভাগে যোগদানের পর ২০১৭ সালের অক্টোবর মাস থেকে কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন পুলিশ স্টেশনে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালনের কৃতিত্ব স্বরূপ পুলিশ বিভাগের ১৬ টি পুরস্কার অর্জন করেন। তাছাড়া বেশ কয়েকবার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবেও নির্বাচিত হয়েছেন।
Leave a Reply