মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ঘাসের বাজার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের গো-হাটা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা লাইফস্টক অফিসার শর্মিষ্ঠা ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মনোরঞ্জন ধর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ভেটেনারি ট্রেনিং ইনস্টিউটির পরিচালক ড. মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চিফ ইপিডেমিওলজিস্ট ড. প্রভাত চন্দ্র সাহা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদ উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ তানজিলা ফেরদৌসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘাস প্রাণীর প্রধান খাদ্য।ঘাস খেলে গাভীর দুগ্ধ বেশি হয় এবং মাংস বৃদ্ধি পায় ইত্যাদি।তাই সকল খামারিদের ঘাস চাষে এগিয়ে আসার আহ্বান জানান এবং ঘাস উৎপাদন করে বাজারজাত করারও আহ্বান জানান।
Leave a Reply