আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা আ’লীগে সদস্য নির্বাচিত হওয়ায় মেয়র আনিছ কে ফুলেল শুভেচ্ছা ও ৫শতাধিক মোটরসাইকেল শোডাউনে বরণ

মোঃ আসাদুল ইসলাম মিন্টু,ত্রিশালঃগত সোমবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ জেলা  আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটিতে ত্রিশাল পৌরসভার তিন তিনবারের নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়েছে।

এ লক্ষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, পৌর মৎস্যজীবী লীগ এবং পৌরসভার কাউন্সিলরদের সমন্বয়ে প্রায় ৫শতাধিক মোটরসাইকেল দিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সদস্য ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান কে ময়মনসিংহ থেকে ত্রিশালে আগমনের লক্ষে উপজেলার শেষ প্রান্ত থেকে বরণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে এসে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলে রাব্বি, পৌর প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, কাউন্সিলর আলমগীর কবির আলম খান, কাউন্সিলর আনিসুজ্জামান বাবুল, সংরক্ষিত নারী কাউন্সিলর ফাতেমা আক্তার মিনা, শাহনাজ পারভীন, বিউটি আক্তার রানু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন,উপজেলা কৃষক লীগের সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, পৌর মৎস্য লীগের আহ্বায়ক সোহাগ উদ্দিন আকন্দ, সদস্য সচিব কামরুল ইসলাম পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category