আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

মাধবদীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধাম থেকে বের হওয়া র‌্যালিটি মাধবদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এতে অংশগ্রহণ করে। বিভিন্ন সাজ-পোশাক পরিধান করে শুভযাত্রায় অংশ নেয় ছোট ছোট কোমলমতি শিশুরা। র‌্যালি ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধাম কমিটির সভাপতি চন্দন কুমার সাহা, সাধারণ সম্পাদক দোলন সাহা ও প্রনব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম ঘোষ। সঞ্চালনায় ছিলেন দ্বীপক সাহা, নিরঞ্জন সাহা, লক্ষণ দাস। এসময় মাখন সূত্রধর, মনোরঞ্জন সূত্রধর, অরবিন্দু বণিক, অঞ্জন দেবনাথ, মাধবদী থানার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাম্বলী সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধামে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন। অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। পঞ্জিকা অনুসারে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী পালন করা হয়। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করে সনাতন সম্প্রদায়ের মানুষ। সনাতন ধর্ম মতে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় কৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। কৃষ্ণের প্রেমিকরূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবন লীলায়, যা বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category