নিজস্ব কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মোঃ মজিবুর রহমান বেলাল, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা কমিটির উপদেষ্ঠা মোঃ হেলাল উদ্দিন মানিক।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে ও আইনবিষয়ক সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক শেখ ফরিদ, সহ-সভাপতি ইকবালুর রহমান অপু, জেলা শাখার। যুগ্নসস্পাদক সামছুল আলম শামীম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে জানান, হয়রানি মূলক সার্বিস বন্ধ করে ইটভাটাগুলো পরিবেশ বান্ধব করতে সরকারী ওয়ানষ্টপ সার্বিস চালু করতে সরকারের কাছে দাবী জানান।
Leave a Reply