আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত দুই

নিজস্ব  প্রতিনিধি ঃকিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
৪ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টায় উপজেলার কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়কের করিমগঞ্জ সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের ইটনা উপজেলার কমলভোগ গ্রামের হাজি সমির উদ্দিনের ছেলে মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান হাসেম (৪৫)। ও জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেলের ড্রাইভার সম্রাট (৩৮)।
ঘটনার পর করিমগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

করিমগঞ্জ থানার(ওসি তদন্ত) খন্দকার হাফিজুর রহমান জানায়, আজ সকাল নয়টায় করিমগঞ্জের বালিখলা থেকে একটি ট্রাক করিমগঞ্জ উপজেলা সদরের উদ্দেশ্যে আসছিলো। অপরদিকে, নিহত চৌগাঙ্গা কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক হাবিবুর রহমান হাসেম অপর নিহত সম্রাটের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে একই দিক থেকে করিমগঞ্জ উপজেলা সদরে অবস্থিত করিমগঞ্জ সোবানিয়া মাদ্রাসায় এইসএসসি পরিক্ষা কেন্দ্রে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করতে আসছিলেন। করিমগঞ্জ সরকারি কলেজের সামনে পৌঁছলে একটি রিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই আরোহী। ঘটনার পর পরই ট্রাক ফেলে এর চালক পালিয়ে যায়। পরে, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category