মোঃ আল আমিন, মাধবদী(নরসিংদী) প্রতিনিধি:
মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে ভাসমান অবস্থায় ফাইজুল মিয়া (১৬) নামের মরদেহটি উদ্ধার করা হয় গতকাল ৩ সেপ্টেম্বর রোববার সকালে। নিহত ফাইজুল মিয়া শিবপুরের হোসেন মোল্লার ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।
প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্বপাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবক কলেজের শিক্ষার্থী নয় বলে জানান কলেজ কতৃপক্ষ। গতকাল দিনের বেলার কোনো এক সময় গোসলে নেমে পুকুরের পানিতে ডুবে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষ। কিভাবে মৃত্যু ঘটলো তা তদন্তের কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Leave a Reply