আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শোক দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে কৃষকলীগের নানান কর্মসূচি পালিত

নিজস্ব  প্রতিনিধি ঃজাতীয় শোক দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান,বৃক্ষরোপণ, ডেঙ্গু বাহক এডিস মশা নিধনকল্পে সচেতনতা মূলক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ আগস্ট) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে এসব কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা তাঁতীলীগের সভাপতি ইব্রাহীম খলিল, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাংগীর পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাসলিমা আক্তার সুইটিসহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ ও এডিস মশা নিধনকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category