আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা,পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশালঃময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম ত্রিশালে বিভিন্ন বিদ্যালয়/ মাদ্রারাসার ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তর প্রতিযোগিতার আলোচনা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার ( ১৯ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরীফুল ইসলাম সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ এহ্তেশামুল আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা শারমীন, প্রবীন আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি প্রমুখ।

বক্তারা জাতীয় শোক দিবসের তৎপর্য তোলে ধরে এর গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন তোলে ধরে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে শিক্ষার্থীর মাধ্যমে অভিভাবকদের সচেতন করেন। আলোচনা শেষে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় উর্ত্তীণদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের আঠারোশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ১২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তোলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category