মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে ঢাকা- সিলেট মহাসড়কের পুরিন্দা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন এবং তুষার। শহীদ আশিকুর রহমান পাভেল ও তার তিন বন্ধু অভি, লিমন এবং তুষার এর ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ১৭ আগষ্ট বৃহস্পতিবার স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত স্মরণ সভায় আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আই, প্রধান মুহাদ্দিস, দারুননাজাত কামিল মাদরাসা ডেমরা, শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণী ছালেহী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলোচক বিটিভি বেতার ও বিজয় টিভি ক্বারী মাওলানা মোহাম্মদ মাহাদী হাসান। শহীদ আশিকুর রহমান পাভেল সম্পর্কে স্মৃতি চারণ করেন মকবুল হোসেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, নরসিংদী জেলা তরিকত ফেডারেশন এর সভাপতি হাজী ছবির মিয়া, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম) প্রমুখ। অনুষ্ঠানে দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২শত ৯১জন দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আলী হোসেন শিশির (সিআইপি),
মাধবদী ডাইং এন্ড ফিনিশিং মিলস এর এমডি আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন (সিআইপি), নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক শামীম নেওয়াজ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র এলাকার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply