আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

মাধবদীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে মাধবদী প্রেসক্লাব, মাধবদী পৌরসভা, মাধবদী শহর আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসুচী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে মাধবদী পৌরসভার ১২টি ওয়ার্ডে মুরগী ও গরুর মাংস দিয়ে ৯০ড্যাগ খিচুড়ি বিতরণ করা হয়। মাধবদী শহর আওয়ামীলীগের আয়োজনে মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তত্ব রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতাউর রহমান, মাধবদী থানা আওয়ামীলীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, মহিলালীগ নেত্রী ইয়াসমিন সুলতানা, মাধবদী থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা। এছাড়াও বিভিন্ন সংগঠন, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category