আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে কিশোরগঞ্জ পৌরসভার বিশাল শোকর‍্যালি

নিজস্ব  প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল শোক র‍্যালি’সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ পৌরসভা।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় পৌরসভার সামনে হতে পৌর মেয়র মাহমুদ পারভেজের নেতৃত্বে, জাতীয় পতাকা, শোক পতাকা ও প্লেকার্ড সম্বলিত বর্ণাঢ্য বিশাল একটি শোক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে খরমপট্টিস্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে পুনরায় শোক র‍্যালিটি পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।


শোক র‍্যালি শেষে পৌরসভা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু এবং তার পরিবারের আত্মত্যাগকারী সদস্যদের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এবং ৫ শতাধিক গরীব অসচ্ছল এতিম ও অসহায়দের গণভোজে অংশগ্রহণ’সহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category