নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে শেষ হলো ভোট গ্রহণ, এখন চলছে গননার কাজ।
১৩ আগস্ট রবিবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে জেলা শহরের আখড়া বাজারে অবস্থিত কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে চলে ভোট গ্রহণ।
এ নির্বাচনে মোট ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা।
এ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ১৯ জন নির্বাচিত হবেন। পরবর্তীতে এ নির্বাচিত ১৯ জন সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিতসহ পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।
নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও তদারকি করছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, ময়মনসিংহ জুয়েলার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষসহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply